
নিজস্ব প্রতিবেদক: আজ জেলা প্রশাসকের কার্যালয়ে জামালপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইউসুপ আলীকে ফুলেল শুভেচ্ছা জানান ও সৌজন্য সাক্ষাৎ করেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, পুলিশ সুপার, জামালপুর।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে নবাগত জেলা প্রশাসক মহোদয় জামালপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর জনাব মোরশেদা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর জনাব ইয়াহিয়া আল মামুন সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 























