
বিশেষ প্রতিনিধি: সুন্দরবন রক্ষার্থে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে দিনব্যাপি এ সভায় প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দুষনের ভয়াবহতা সম্পর্কে অবগত এবং দুষন প্রতিরোধে দক্ষতা ও জ্ঞানঅর্জন করে নিজ নিজ স্থান থেকে কার্যকর ভূমিকা পালনসহ বিভিন্ন বিষয়ে উঠে আসে। সভায় রূপাপন্তরের পিরোজপুর জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট কর্মকর্তা সাহিদা বানু সোনিয়ার সভাপতিত্বে এবং হারিসুল ইসলামের সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক হাসান মামুন, ইয়ূথ ফর দি সুন্দরবন মঠবাড়িয়া উপজেলা আহবায়ক রাসেল রায়হান, ভান্ডারিয়া উপজেলা আহবায়ক জহিরুল ইসলাম সোহাগ, নেছারাবাদ আহবায়ক সূর্বনা আক্তার, সুলতানা আক্তার, শায়লা জাহান, সোয়েব আহমেদ, সুয়াদসহ মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ উপজেলার যুব ফোরামের অর্ধ শতাধিক সদস্য সহ নেতৃবৃন্দের সমন্বয়ে অভিজ্ঞতা বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
বক্তার বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারনাকে বাড়িয়ে তোলা এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ ও বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করাসহ পাঁচটি জেলার ১৭ টি উপজেলার বিস্তৃর্ণ এলাকাজুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা সম্পর্কে আলোচনা করা হয়।
নিজস্ব সংবাদ : 

























