
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে “তারুন্যের রাজনৈতিক অধিকার” শীর্ষক খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে-২৫) বেলা ১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক, সাবেক কাউন্সিলর আয়নাল ইসলাম নান্টা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সেক্রেটারি হাফিজুর রহমান মুকুল। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ সমন্বয়ক ফরিদ হোসেন, যুবদলের সাবেক সহ সমন্বয়ক মামুন রানা সবুজ, যুবদলের সাবেক সহ সমন্বয়ক আব্দুল আলীম ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব প্রিন্স। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্লাহ বাহার প্রমুখ। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন যুবদলের আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহবায়কসহ কমিটির নেতৃবৃন্দ। আগামী ১৭ই মে তারুন্যের রাজনৈতিক অধিকার শীর্ষক খুলনা বিভাগীয় মহা সমাবেশ সফল করতে ব্যাপকভাবে নেতাকর্মীদের উপস্থিতির লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।