
ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৬ আগস্ট বিকেল ০৩:০০ ঘটিকায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে ১ জন পরিচালককে বদলি জনিত এবং ৪ জন উপপরিচালক ও ১ জন সহকারী পরিচালককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তিলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ওহিদুল ইসলাম। পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি মহোদয় এবং ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস) মহোদয় বিদায়ী কর্মকর্তাদের নিয়ে স্মৃতিচারণা করেন।
বিদায়ী অতিথি হিসেবে সাবেক পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক উপপরিচালক জনাব দিনমনি শর্মা, জনাব মামুন মাহমুদ, জনাব মোঃ মনিরুজ্জামান, জনাব মোঃ নইমুল আহছান ভূঁইয়া এবং সহকারী পরিচালক (ক্রয় ও স্টোর) জনাব মনোরঞ্জন সরকার বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি মহোদয়।
এরপর অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় প্রধান অতিথির ভাষণ প্রদান করেন।
এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি বিদায়ী কর্মকর্তাদের হাতে স্মৃতির নিদর্শন হিসেবে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের এমডি লেঃ কর্নেল মোঃ আনওয়ার উদ্দিন (অবঃ)সহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ফটোসেশন ও হালকা আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।