
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ ৪টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান ০১:
কমলাপুর রেলওয়ে স্টেশনে আনসার সদস্যদের দ্বারা যাত্রীদের হয়রানি, টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে রশিদ ছাড়া অর্থ আদায় এবং সার্বিক অব্যবস্থাপনার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম ছদ্মবেশে স্টেশনে অবস্থান করে দায়িত্বপ্রাপ্ত আনসার, পুলিশ ও আরএনবি সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে। অভিযানে টিকিটবিহীন যাত্রীর মাধ্যমে রেলেওয়ের স্টাফকে অর্থ দিয়ে ট্রেনে ওঠার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও অভিযানে আনসার সদস্যদের দুর্ব্যবহার, হয়রানি ও নানাবিধ অনিয়মের ভিডিও, স্থিরচিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হয়। সকল তথ্য-প্রমাণসহ টিম কর্তৃক স্টেশন ম্যানেজারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
অভিযান ০২:
পাবনা জেলার সাঁথিয়া উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ভুয়া বিল ও ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা কর্তৃক অপর একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিম উপজেলা শিক্ষা অফিস, উপজেলা হিসাবরক্ষণ অফিস এবং সাঁথিয়া শাখার রূপালী ও সোনালী ব্যাংক পরিদর্শন করে। অতঃপর অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং উপস্থিত শিক্ষকদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক যাচাইয়ে ভুয়া বিল প্রদানের বিষয়টি সত্য মর্মে প্রতীয়মান হয়। সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র বিশ্লেষণসাপেক্ষে টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০৩:
ফেনীর মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত ও চলমান বাঁধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে টিম ফুলগাজী ও পরশুরাম উপজেলার সংশ্লিষ্ট বাঁধসমূহ সরেজমিনে পরিদর্শন করে। এছাড়াও, ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরের প্যাকেজভুক্ত প্রকল্পের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সরেজমিন পরিদর্শন ও অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্রের পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। সকল তথ্যাবলি যাচাইঅন্তে টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০৪:
কুষ্টিয়া জেলা পরিষদের দোকান বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা পরিষদ, কুষ্টিয়াতে সরেজমিন পরিদর্শন পূর্বক তথ্য/রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্রের প্রাথমিক যাচাইয়ে অসাধু উদ্দেশ্যে বিধিবহির্ভূতভাবে দোকান বরাদ্দের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের উদ্যোগের সত্যতা পাওয়া যায়। রেকর্ডপত্রসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনাপূর্বক অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে টিম পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।