
অনলাইন ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর থানায় বিশেষ অভিযান চালিয়ে অভিনব কায়দায় পিকআপ ভ্যানে লুকানো ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নজির উদ্দিন (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন। বাসস্ট্যান্ড এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে অভিনবভাবে লুকানো অবস্থায় বিদেশি এসব মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নজির উদ্দিন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নোয়ামাটি গ্রামের বাসিন্দা। তিনি সিরাজ উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজির উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মদ সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যা জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সূত্র : রেঞ্জ ডিআইজি অফিস সিলেট।