ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন Logo বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর প্রধান কার্যালয়ে ‘বিসিএসআইআর-এর গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা  Logo আইসিসি সুবিচার করেনি, আসিফ নজরুল Logo আজ থেকে দেশের ৪১৯ টি উপজেলায়  অতিরিক্ত ওএমএস কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে Logo বিডা’র রেমিট্যান্স অনুমোদন সেবা এখন পুরোপুরি অনলাইনে Logo মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন  Logo অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: পল্টন, যাত্রাবাড়ী, বনানী, বংশাল, কলাবাগান, রূপনগর ও মুগদা থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭ (সাতান্ন) জন Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ অনুমোদিত হয়েছে Logo দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
অবৈধভাবে মজুদ রাখা হাজার হাজার মন পাট বিক্রির নির্দেশ, নির্ধারিত সময়ের মধ্যে আদেশ বাস্তবায়নে কঠোর হুঁশিয়ারি।

পাটের অবৈধ মজুদ বন্ধে মাদারীপুর ও টাঙ্গাইল জেলার অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৩৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশে মাদারীপুর ও টাঙ্গাইলে অবৈধভাবে পাট মজুদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করে পাট অধিদপ্তর। আজ বুধবার (২১ জানুয়ারি) এ অভিযানে মাদারীপুরের রাজৈর উপজেলার তিনটি প্রতিষ্ঠান বিগবটম লিমিটেড, এসএস ট্রেডার্স এবং এসএসএস বিজনেস পার্ক লিমিটেড- এর ২৬ গুদামে মোট ৬৭,৬৫৪ মন পাট মজুদ পাওয়া যায়।

উল্লেখ্য, এ তিন প্রতিষ্ঠান রপ্তানিকারক লাইসেন্স হলেও এখন পাট রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় উক্ত প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে মজুদ করা পাট বিক্রয়ের আদেশ করা হয়।

এর পর টেকেরহাট পাট বাজার পরিদর্শন করে ব্যবসায়ী মোহাব্বত আলীর গুদামে ৩০০ মন, আমিনুলের গুদামে ২৫০ মন, মহাদেবের গুদামে ২৫০ মন,আজাদের গুদামে ৫০ মন,আবুল বাশার হাওলাদারের গুদামে ৫৮০ মন পাট মজুদ পাওয়া যায়। উক্ত ব্যবসায়ীদেরকে ৭ থেকে ১৫ দিনের মধ্যে মজুদ করা পাট বিক্রয়ের আদেশ করা হয়।

এসময় মিজানুর রহমান, সহকারী পরিচালক, ফরিদপুর; মো. নওশের আজাদ, মুখ্য পরিদর্শক, মো. জালাল আহমেদ, পাট উন্নয়ন সহকারী, মাদারীপুর উপস্থিত ছিলেন।

এদিকে, টাংগাইলে মির্জাপুর উপজেলার জার্মুকী বাজার,কুর্নি ; সদর উপজেলার বরুহা বাজার,দেরদুয়ারের ছিলিমপুর বাজার, গোপালপুর উপজেলার কোনাবাড়ী বাজার, কালিহাতী উপজেলার এলেঙ্গাতে ব্যবসায়ীদের গুদামে ১০ মন থেকে ৫০০ মন পর্যন্ত পাট মজুদ পাওয়া গেছে। মজুদ করা পাট বিক্রির জন্য ৭ দিনের সময় দেয়া হয়েছে।
অভিযানে পাট অধিদপ্তরের সহকারি পরিচালক
মো: ওমর ফারুক তালুকদার, টাংগাইল সদরের পাট উন্নয়ন কর্মকর্তা আজমত আলী আকন্দ, সদর উপজেলার পাট উন্নয়ন সহকারী মো: রায়হান, কালীহাতি উপজেলার পাট উন্নয়ন সহকারী রমেশ চন্দ্র সূত্রধর, গোপালপুর উপজেলার পাট উন্নয়ন সহকারী জানে আলম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন,”পাটের অবৈধ মজুদদারি বন্ধ করলে পাটজাত পণ্য তৈরিতে পাটের যোগান হবে,পাটখাত তথা দেশের রফতানি খাত লাভবান হবে। মাননীয় উপদেষ্টার নির্দেশনাতে এ কার্যক্রম আরও বেগবান হবে। ”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন

অবৈধভাবে মজুদ রাখা হাজার হাজার মন পাট বিক্রির নির্দেশ, নির্ধারিত সময়ের মধ্যে আদেশ বাস্তবায়নে কঠোর হুঁশিয়ারি।

পাটের অবৈধ মজুদ বন্ধে মাদারীপুর ও টাঙ্গাইল জেলার অভিযান

আপডেট সময় ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

আলী আহসান রবি : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশে মাদারীপুর ও টাঙ্গাইলে অবৈধভাবে পাট মজুদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করে পাট অধিদপ্তর। আজ বুধবার (২১ জানুয়ারি) এ অভিযানে মাদারীপুরের রাজৈর উপজেলার তিনটি প্রতিষ্ঠান বিগবটম লিমিটেড, এসএস ট্রেডার্স এবং এসএসএস বিজনেস পার্ক লিমিটেড- এর ২৬ গুদামে মোট ৬৭,৬৫৪ মন পাট মজুদ পাওয়া যায়।

উল্লেখ্য, এ তিন প্রতিষ্ঠান রপ্তানিকারক লাইসেন্স হলেও এখন পাট রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় উক্ত প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে মজুদ করা পাট বিক্রয়ের আদেশ করা হয়।

এর পর টেকেরহাট পাট বাজার পরিদর্শন করে ব্যবসায়ী মোহাব্বত আলীর গুদামে ৩০০ মন, আমিনুলের গুদামে ২৫০ মন, মহাদেবের গুদামে ২৫০ মন,আজাদের গুদামে ৫০ মন,আবুল বাশার হাওলাদারের গুদামে ৫৮০ মন পাট মজুদ পাওয়া যায়। উক্ত ব্যবসায়ীদেরকে ৭ থেকে ১৫ দিনের মধ্যে মজুদ করা পাট বিক্রয়ের আদেশ করা হয়।

এসময় মিজানুর রহমান, সহকারী পরিচালক, ফরিদপুর; মো. নওশের আজাদ, মুখ্য পরিদর্শক, মো. জালাল আহমেদ, পাট উন্নয়ন সহকারী, মাদারীপুর উপস্থিত ছিলেন।

এদিকে, টাংগাইলে মির্জাপুর উপজেলার জার্মুকী বাজার,কুর্নি ; সদর উপজেলার বরুহা বাজার,দেরদুয়ারের ছিলিমপুর বাজার, গোপালপুর উপজেলার কোনাবাড়ী বাজার, কালিহাতী উপজেলার এলেঙ্গাতে ব্যবসায়ীদের গুদামে ১০ মন থেকে ৫০০ মন পর্যন্ত পাট মজুদ পাওয়া গেছে। মজুদ করা পাট বিক্রির জন্য ৭ দিনের সময় দেয়া হয়েছে।
অভিযানে পাট অধিদপ্তরের সহকারি পরিচালক
মো: ওমর ফারুক তালুকদার, টাংগাইল সদরের পাট উন্নয়ন কর্মকর্তা আজমত আলী আকন্দ, সদর উপজেলার পাট উন্নয়ন সহকারী মো: রায়হান, কালীহাতি উপজেলার পাট উন্নয়ন সহকারী রমেশ চন্দ্র সূত্রধর, গোপালপুর উপজেলার পাট উন্নয়ন সহকারী জানে আলম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন,”পাটের অবৈধ মজুদদারি বন্ধ করলে পাটজাত পণ্য তৈরিতে পাটের যোগান হবে,পাটখাত তথা দেশের রফতানি খাত লাভবান হবে। মাননীয় উপদেষ্টার নির্দেশনাতে এ কার্যক্রম আরও বেগবান হবে। ”