
মো: হামিম রানা : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কলিগাঁও, গ্রামডাঙ্গী, চৌড়ল বাজার ও হোসেনগাঁও এলাকায় শুক্রবার (১০ অক্টোবর) “চলো মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে” প্রতিপাদ্য নিয়ে মাদকবিরোধী জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে মাদকবিরোধী নানা স্লোগান দেন, যেমন—
“মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই, তরুণদের সহযোগিতা চাই।”
“যে মুখে ডাকি পবিত্র মা, সে মুখে কখনোই মাদক নেব না।”
“যে মাদক অফার করে, সে কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না।”
“গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেনসিডিলসহ প্রতিটি নেশা সৃষ্টিকারী বস্তু হারাম।”
অনুষ্ঠানের আয়োজন করেন মোঃ রবিউল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রশিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, সাধারণ সম্পাদক, রাণীশংকৈল উপজেলা বিএনপি;
মাওলানা রজব আলী, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীশংকৈল শাখা;
গোলাম মর্তুজা সেলিম, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি);
মোঃ বকুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি;
মোঃ হযরত আলী, সভাপতি, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাব;
মোঃ জব্বার আলী, সাধারণ সম্পাদক, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাব;
মোঃ মামুনুর রশিদ মামুন, কেন্দ্রীয় সহ-সভাপতি, ছাত্র অধিকার পরিষদ;
এবং মোঃ মীর সাব্বির রহমান, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (রাণীশংকৈল উপজেলা) ও বর্তমান জেলা বায়তুল মাল সম্পাদক।
প্রধান অতিথি ওসি মোঃ রশিদুল ইসলাম বলেন,
“মাদক একটি পরিবার, সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। ভয় না পেয়ে নির্ভয়ে কাজ চালিয়ে যান— রাণীশংকৈল থানা পুলিশ সর্বদা আপনাদের পাশে থাকবে।”
বক্তারা বলেন, মাদকবিরোধী এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে অনুপ্রাণিত করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।
“মাদককে ‘না’ বলি, জীবনকে ‘হ্যাঁ’ বলি— রাণীশংকৈল হোক মাদকমুক্ত সমাজ।”
নিজস্ব সংবাদ : 





















