
তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় ছাত্রলীগের হামলায় এক ছাত্রদল কর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগের একদল নেতাকর্মী ওই ছাত্রদল কর্মীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, সহিংস এই ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতারা। তারা বলেন, এ ধরনের হামলা রাজনৈতিক সহাবস্থান নষ্ট করে এবং সমাজে অশান্তি সৃষ্টি করে।
স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।
বিশ্লেষকরা মনে করেন, রাজনৈতিক মতভেদ সহিংসতায় রূপ না নিয়ে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমাধান করাই গণতান্ত্রিক চর্চার মূল ভিত্তি হওয়া উচিত।
নিজস্ব সংবাদ : 




















