
আনোয়ার হোছাইন : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযান পরিচালনায় ৯,৮৮০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং একজন যুবককে আটক করা হয়েছে। অভিযানটি চালায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে রামু উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক যুবকের নাম মো. মামুন রশিদ (১৮), তিনি কক্সবাজারের রামু উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
বিজিবি জানায়, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৬৪ হাজার টাকা। আটককৃত যুবক ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বেসামরিক প্রশাসন ও স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে।
নিজস্ব সংবাদ : 




















