
নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা, জামালগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, “দুর্নীতি করে যারা সংসদে যেতে চায়, এরা এদেশের জনগণের শত্রু।”
তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসন প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই সম্পদগুলোর সঠিক ও সুষ্ঠু ব্যবহার করলে এলাকার মানুষের উন্নয়ন ও জীবনমানের আমূল পরিবর্তন সম্ভব। কিন্তু কিছু কুচক্রী মহল ও সিন্ডিকেট প্রাকৃতিক সম্পদ ভোগের মাধ্যমে সাধারণ জনগণকে বঞ্চিত করছে। তাই এ অবস্থার পরিবর্তনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
শ্রমিকদের অধিকার বিষয়ে তিনি বলেন, “সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান ও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। অবৈধ পাড় কাটা ও ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করে সনাতন পদ্ধতিই চালু রাখতে হবে, যাতে শ্রমিকদের জীবিকা টিকে থাকে।”
২৪ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বালিজুরি ইউনিয়ন জামায়াত যৌথ উদ্যোগে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে জনশক্তি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বালিজুরি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি পারভেজ মোশাররফ। বিশেষ অতিথি ছিলেন—
-
জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক অধ্যক্ষ মু. আব্দুল্লাহ,
-
জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি লুৎফর রহমান দুলাল,
-
তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন,
-
সিলেট মহানগর শ্রমিক কল্যাণের সাংগঠনিক সম্পাদক প্রভাষক দিলশাদ মিয়া,
-
সেক্রেটারি মোসলেম উদ্দিন,
-
তাহিরপুর সদর ইউনিয়নের আমীর সফিকুল ইসলাম,
-
তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ,
-
বালিজুরি ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদ যেমন হাওর, বালু ও পাথর ন্যায্য ও সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সুনামগঞ্জ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূর করা সম্ভব।
অনুষ্ঠান শেষে উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান স্থানীয় শ্রমিক ও সাধারণ জনগণের সঙ্গে গণসংযোগ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।
নিজস্ব সংবাদ : 



















