
সালমান আহম্মদ, নেত্রকোণা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জসিম উদ্দিন আহম্মদ খোকন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আনিছুর রহমান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ আব্দুল কাদির আহম্মেদ (সুরুজ), সহ-সভাপতি, কেন্দুয়া পৌর বিএনপি;
জনাব মোঃ আক্কাস মিয়া, সহ-সভাপতি, কেন্দুয়া পৌর বিএনপি;
জনাব মোঃ রফিকুল ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দুয়া পৌর বিএনপি;
জনাব মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড, কেন্দুয়া পৌর বিএনপি;
এবং জনাব মোঃ আবু সিদ্দিক সিদ্দু, সভাপতি, কেন্দুয়া পৌর কৃষক দল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব দেলোয়ার হোসেন মামুন, সদস্য, কেন্দুয়া উপজেলা যুবদল।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মাদ সোলাইমান, যুগ্ম আহ্বায়ক, কেন্দুয়া পৌর যুবদল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব সারোয়ার জাহান জুয়েল, সদস্য, কেন্দুয়া উপজেলা যুবদল এবং জনাব মোহাম্মাদ বাবর, কেন্দুয়া পৌর যুবদল।
আয়োজনে ছিল কেন্দুয়া উপজেলা ও পৌর যুবদল।
অনুষ্ঠানে সৌজন্য উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ইলিয়াস আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান আফজাল ও ইমরান মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম ও শফিকুল ইসলাম শফিক, এবং কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাকারুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, যুবদলকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
পরে যুবদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
নিজস্ব সংবাদ : 
















