
স্টাফ রিপোর্টার : “বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, জাতীয় ঐক্য ও প্রগতি” এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নির্দেশে সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজারসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে শহরের শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এসে এই সম্মেলনে যোগ দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর সহকারী কৃষি বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল ফজল মোঃ মাসউদ।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ মোঃ মেন্দু মিয়া, কেন্দ্রীয় সহ প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ হারিছ মিয়া, দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, ছাতক উপজেলা সভাপতি মোঃ মোস্তাব আলী, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মোঃ ফজলুর রহমানসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা কাজী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী বলেন,
> “আমাদের চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী ও আমাদের দলের উদ্দেশ্যই হলো একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা গড়ে তোলা। দেশের মানুষ বিগত সরকারের আমলে বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রত্যাশায় ফুঁসে উঠেছিল। কিন্তু কিছু ধর্মব্যবসায়ী ৫ আগস্টের পর থেকে দেশে অশান্তি, দুর্নীতি, বিদ্বেষ ও বিভাজনের বিষ ছড়িয়ে দিয়ে বিভিন্ন স্থানে মাজার ভেঙে দিয়েছে — যা কোনোভাবেই বৈষম্যহীন সমাজের পরিচায়ক নয়।”
তিনি আরও বলেন, “ক্রমশই মানবতা হারিয়ে যাচ্ছে স্বার্থপরতা ও প্রতিযোগিতার নিচে। রাজনীতিতে হারিয়ে যাচ্ছে নৈতিকতা, আর শাসনের মধ্যে নেই সমতা— যা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায়।”
নিজস্ব সংবাদ : 
















