
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম রেহেনা বেগম রেকী (৪৫)। তিনি দোয়ারাবাজার থানার সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের একটি দল রেহেনা বেগম রেকীর বসতঘরে অভিযান চালায়। তল্লাশিকালে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।
অভিযানটি এসআই রফিজুল মিয়া’র নেতৃত্বে পরিচালিত হয়। এতে এসআই মোখলেছুর রহমান ও নারী সঙ্গীয় ফোর্স অংশ নেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
                            
																			 নিজস্ব সংবাদ :
																নিজস্ব সংবাদ :								 




















