
আলী আহসান রবি : রাজধানীর আদাবর থানাধীন গোল্ডেন স্ট্রিট এলাকা হতে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ ১ (এক) জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র্যাব-২।
১। ”বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায়, রাজধানীর আদাবর থানাধীন গোল্ডেন স্ট্রিট এলাকার একটি বাসা হতে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী (জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল এর সহোদর) ১। টুনটুন (৪০) কে অদ্য ৩০/১০/২০২৫ খ্রি. রাতে গ্রেপ্তার করেছে র্যাব-২।
৩। অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ৩০/১০/২০২৫ ইং তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে রাজধানীর আদাবর থানাধীন গোল্ডেন স্ট্রিট এলাকায় একটি বাসায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র্যাব-২ উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ৩০/১০/২০২৫ ইং তারিখ রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে আসামী টুনটুন (৪০), পিতা-মোঃ সালাম, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে মাদকের বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আসামী টুনটুন (৪০)কে অধিকতর জিজ্ঞাসাবাদ করে আসামীর দেওয়া তথ্য মতে তার ভাড়া বাসা হতে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি এবং অবৈধ অস্ত্র বিক্রয়লব্ধ অর্থ ৫,৬১,০০০/-(পাঁচ লক্ষ একষট্টি হাজার) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, সে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত অস্ত্রধারী আসামি জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল এর সহোদর। উল্লেখ যে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, হত্যাচেষ্টা ও হত্যাসহ সর্বমোট ১২টি মামলা রয়েছে। র্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
																			 নিজস্ব সংবাদ :
																নিজস্ব সংবাদ :								 




















