
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরল উপজেলা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী মোঃ মোকাম্মেল হোসেন পদত্যাগ করেছেন।
তিনি ০৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৭ টার দিকে ফেসবুকে নিজের প্রোফাইলে পদত্যাগপত্রের ছবি সহ একটি পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন এবং তা বাইরে প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেন।
এনসিপি সূত্রে জানা যায়, ২৯ জুন ২০২৫ তারিখে বিরল উপজেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছিল। কমিটিতে মোঃ মোকাম্মেল হোসেন প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, ৬ জনকে যুগ্ম সমন্বয়কারী এবং ১৪ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছিল।
পদত্যাগপত্র জেলা কমিটির প্রধান সমন্বয়কের নিকট জমা দেওয়া হয়েছে এবং ২–৪ দিনের মধ্যে তা গ্রহণের পর আনুষ্ঠানিক কাগজ দেওয়া হবে। এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সোয়েব জানান, পদত্যাগপত্র কেন্দ্রকে পাঠানো হয়েছে, সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।
নিজস্ব সংবাদ : 




















