
মো: হামিম রানা, ঠাকুরগাঁও : “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”— এই অনুপ্রেরণামূলক শ্লোগানকে ধারণ করে দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন যাত্রা শুরু করে ২০১৬সালের ৩ জুন।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫০ হাজারের বেশি, যারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত আছেন।
এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বিডি ক্লিনের কার্যক্রম শুরু হয় ২০২৩ সালে মিলন এর উদ্যোগে।
শুরুর পর থেকেই সংগঠনটি রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সামাজিক কর্মসূচি পরিচালনা করে আসছে।
বর্তমানে রাণীশংকৈল বিডি ক্লিনে বর্তমানে যুক্ত আছেন প্রায় ৫৫ জন সক্রিয় সদস্য।
সংগঠনের নেতৃত্বে রয়েছেন —
উপজেলা সমন্বয়ক: মোছা. সোনালী আক্তার
সহ-সমন্বয়ক: নাজমুল ইসলাম
লজিস্টিক সমন্বয়ক: মো. ফিরোজ আলম
আইটি ইনচার্জ: মো. সবুজ
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন —
মো. গোলাপ হোসেন লাল, মোসাদ্দেক, মাসুদ রানা, লিমন ইসলাম, সাদেক ইসলামসহ আরও অনেক তরুণ স্বেচ্ছাসেবক।
সংগঠনের সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা ও সহযোগিতা দিচ্ছেন বিডি ক্লিনের উপ-সমন্বয়ক হারুন অর রশিদ।
রাণীশংকৈল বিডি ক্লিনের সদস্যরা জানান, তারা একসঙ্গে কাজ করছেন “পরিচ্ছন্ন রাণীশংকৈল” গড়ার প্রত্যয়ে।
তাদের কথায়—
আমরাই গড়ে তুলব পরিচ্ছন্ন রাণীশংকৈল, পরিচ্ছন্ন বাংলাদেশ—
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে।
নিজস্ব সংবাদ : 























