
নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর জেলার ট্রাফিক পুলিশ অফিস পরিদর্শন করেন জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপার, পিরোজপুর মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
পুলিশ সুপার মহোদয়, ট্রাফিক পুলিশে কর্মরত উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে কুশলাদি বিনিময় করেন।অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর ট্রাফিক পুলিশ বিভাগের অফিসার ও ফোর্সগণ।
নিজস্ব সংবাদ : 




















