
মুন্সীগঞ্জ, (শ্রীনগর) প্রতিনিধি : শ্রীনগরে ভূমি সংক্রান্ত প্রকাশনা ‘ভূমিকথা’ পুস্তিকাকে কেন্দ্র করে বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সংক্রান্ত প্রকাশনা ‘ভূমিকথা’ পুস্তিকাকে কেন্দ্র করে বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
৫নভেম্বর২০২৫ বুধবার সকাল ১০টায় শ্রীনগর সরকারি সুফিয়া আব্দুল হাই খান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ,
আয়োজিত এ অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্ল্যাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দীন এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।
‘ভূমিকথা’পুস্তিকার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় শ্রীনগর উপজেলার মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় যেমন, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ,ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয়,বেলতলী জি জে উচ্চ বিদ্যালয়,কোলাপাড়া উচ্চ বিদ্যালয়।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে ১ম পুরস্কার অর্জন করেন শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ ২য় শ্রীনগর সরকারি সুফিয়া হাই খান বালিকা উচ্চ বিদ্যালায় এবং ৩য় হয়েছেন কোলাপাড়া উচ্চ বিদ্যালয়।
নিজস্ব সংবাদ : 

























