
মো: খলিলুর রহমান , বাউফল (পটুযাখালী) : পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ ইউসুফ আকন (৩০)। নামে এক যুবককে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত (৬ নভেম্বর) রাত ৯টার সময় দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পোলের গোড়ায় একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। তিনি বাউফলের ১১ নং দাসপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খেজুরবাড়িয়া গ্রামের আনিস আকনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার সময় দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পোলের কাছে একটি চায়ের দোকান থেকে ইউসুফ আকনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত ইউসুফ আকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
নিজস্ব সংবাদ : 




















