
মোঃ আরাফাত আলী : নওগাঁ জেলা পুলিশের ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি)–এর চার কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিদায়ী কর্মকর্তারা হলেন—নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূঁইয়া, পুলিশ পরিদর্শক মো. আজিজুর রহমান, সহকারী পুলিশ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম ও সহকারী পুলিশ পরিদর্শক মো. দুলাল হোসেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম সভাপতিত্ব করেন। এ সময় নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ,নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-ওয়ান, ওসি ডিবি, আরআইসহ ডিএসবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের সহকর্মীরা তাঁদের পেশাগত জীবনের নানা স্মৃতিচারণ করেন। পাশাপাশি বিদায়ী কর্মকর্তারাও কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম বিদায়ী কর্মকর্তাদের হাতে স্মৃতিচিহ্ন তুলে দেন। তিনি বিদায়ী কর্মকর্তাদের আগামীর কর্মজীবনের সাফল্য কামনা করেন।
সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিজস্ব সংবাদ : 






















