
জেলা প্রতিনিধি : নগরবাসীর নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘বাসা বাড়ির নিরাপত্তা’ শীর্ষক ভিডিও প্রদর্শনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সোনাডাঙা ২য় আবাসিক এলাকায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।
অনুষ্ঠানে তিনি বাসা বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করেন। ভিডিওটিতে বাসা ও আশপাশের পরিবেশ নিরাপদ রাখতে নাগরিকদের জন্য নানা দিক নির্দেশনা তুলে ধরা হয়।
এর মধ্যে ছিল:
• বাড়ির চারপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখা এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলা।
• প্রাচীরের যথাযথ উচ্চতা নির্ধারণ এবং উপরে কাটাতার স্থাপন।
• চাবি হারিয়ে গেলে পুরোনো তালা না রেখে নতুন তালা ব্যবহার।
• বাসার নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তা।
• রাতের বেলায় প্রবেশপথে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করা।
• দীর্ঘ সময় দূরে গেলে প্রতিবেশিকে অবহিত করা।
ভিডিও প্রদর্শনের পর অতিরিক্ত পুলিশ কমিশনার উপস্থিতদের কাছ থেকে তাদের দৈনন্দিন নিরাপত্তা-সংক্রান্ত মতামত গ্রহণ করেন। কেএমপি মনে করছে, ভিডিওর বার্তা নাগরিকদের মধ্যে বাড়ির নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিজস্ব সংবাদ : 





















