
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ (পুরুষ ও মহিলা বিভাগের) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসিফ আজিজ, সভাপতি (ভারপ্রাপ্ত) বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আব্দুল বারী, জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম ও সদস্য সচিব, এ্যাডহক কমিটি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন এবং সার্বিক সহযোগিতা প্রদান করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চ্যাম্পিয়ন ও রানার-আপ দলগুলোর হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়।
এসময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 


























