
নিজস্ব প্রতিবেদকঃ গত ১০/১১/২০২৫ খ্রি. খুলশী থানাধীন জাকির হোসেন রোড, উইং সোর্ড, বিটিআই নামীয় বিল্ডিং এর ৪র্থ তলায়, সি-৩ ফ্ল্যাটের ভিতর, ওয়ার্ড নং-৮ (অংশ), খুলশী, চট্টগ্রামে একদল অজ্ঞাত ডাকাত কর্তৃক ‘মাই টিভি’-এর সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ভবনে প্রবেশ করে ফ্ল্যাট থেকে নগদ টাকা: ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ২ ভরি স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ৪,০০,০০০/- টাকা), একটি টয়োটা করোলা ক্রস হাইব্রিড গাড়ি (মূল্য আনুমানিক ৪৫,০০,০০০/- টাকা) ও ৪টি মোবাইল ফোন লুণ্ঠন করে। পরবর্তীতে লুণ্ঠিত মালামাল এবং গাড়িটি নিয়ে ডাকাত দল পালিয়ে যায়।
পরবর্তীতে গত ১১/১০/২০২৫ খ্রি. সিএমপি এর খুলশী থানার এফআইআর নং-৬, তারিখ- ১১ অক্টোবর, ২০২৫; জি আর নং-১৯০, তারিখ- ১১ অক্টোবর, ২০২৫; ধারা- 395/397 The Penal Code, 1860 রুজু হয়। রুজুকৃত মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ, সিএমপি, চট্টগ্রাম কে প্রদান করলে উপ-পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান প্রাং এর সার্বিক তত্তাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহিউদ্দিন রাজু সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় চট্টগ্রাম ও ঢাকা মহানগর বিভিন্ন এলাকা হতে ইতোপূর্বে দশ জন আসামীকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে গত ১৫/১১/২০২৫খ্রি. মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/ মহিউদ্দিন রাজু সঙ্গীয় অফিসার এসআই/ মোহাম্মদ তারেক আজিজ, এএসআই/ মোঃ রাসেল হোসাইন ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ঝিনাইদহ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার মূল পরিকল্পনাকারী আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), পিতা: মোঃ আশির উদ্দিন, মাতা: হাজেরা বেগম, সাং- হলিধানি, মালিতা পাড়া, ০৪ নং ওয়ার্ড, হলিধানি ইউনিয়ন পরিষদ, থানা: ঝিনাইদহ সদর, জেলা: ঝিনাইদহ কে গ্রেফতার করতে সক্ষম হয়। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিজস্ব সংবাদ : 






















