
শামীম আহমদ, ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাখরপুর গ্রামে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে মাছ ধরার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নওধার গ্রামের মোছা. শাহানা বেগম (স্বামী— মোবারক হোসেন সেলিম) গত ৩১-১১-২০২৫ তারিখে ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে প্রশাসন সরেজমিনে তদন্ত করে বিবিধ মোকদ্দমা নং ৯৮/২০২৫ (ধর্ম) রেকর্ড করে এবং পরে ১২১৮ ও ১২২৩ দাগভুক্ত মোট ২.৯৯ শতক লায়েক পতিত, বর্তমানে ডোবা রেকর্ডভুক্ত জমির ওপর ১৪৪ ধারা জারি করে।
অভিযুক্তরা হলেন—
১) খালেদুজ্জামান (খোকন), ৫৫
২) মো. রতন মিয়া, ৫৩
৩) বাপন মিয়া, ২৫ (পিতা— খোকন)
৪) আতাউল্লাহ, ২৮
৫) আতিকুল্লাহ, ২৪
৬) আইন উল্লাহ, ২০ (সর্ব— পিতা: মো. রতন মিয়া)
সকলেই বাখরপুর গ্রাম, জয়শ্রী ইউনিয়ন, ধর্মপাশার বাসিন্দা।
বাদী শাহানা বেগমের অভিযোগ, ১৪৪ ধারা বলবৎ থাকাকালীন তারা নিষেধাজ্ঞা অমান্য করে ওই স্থানে মাছ ধরছেন। অপরদিকে অভিযুক্তরা দাবি করেছেন,
“আমরা আমাদের নিজস্ব জমিতে মাছ ধরছি, কোনো ১৪৪ ধারা ভঙ্গ করিনি।”
উল্লেখিত ভূমি মধ্যনগর উপজেলার আওতাধীন হওয়ায় মামলার আদেশ তদারকির বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“ঘটনার খবর পেয়েছি। খুব দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বাদী শাহানা বেগম প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু ও যথাযথ বিচার দাবি জানিয়েছেন।
নিজস্ব সংবাদ : 



















