
দিনাজপুর, ১৯ নভেম্বর ২০২৫ : “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”—বাবা-মা ফেলে যাওয়া এক কন্যাসন্তান আর আমাদের মাঝে নেই।
গত ০৫ নভেম্বর রাত ৩:৩৪ মিনিটে দিনাজপুরে এক নবজাতক মেয়েকে হাসপাতাল ভর্তি করা হয়, এরপর অদৃশ্য হয়ে যায় তার বাবা-মা। কোনো নাম নেই, কোনো পরিচয় নেই—শুধু ছোট্ট প্রাণের বাঁচার আর্তি।
গতকাল রাত সাড়ে তিনটায় সেই মেয়েটি আল্লাহর ডাক শুনে চিরনিদ্রায় চলে যায়। শেষ বিদায়ের সময়ও তার মা-বাবা পাশে ছিলেন না। তবে একা ছিল না সে—সঙ্গে ছিল ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশন-এর ভালোবাসা, ছিল শতাধিক মানুষের হৃদয়, যারা তাকে তাদের সন্তানের মতো বিদায় দিয়েছে।
ছোট্ট ফেরেশতার জন্য ভালোবাসায় ভিজে ছিল কাফন, প্রতিটি নিঃশ্বাসে মিশে ছিল দোয়া। সে হয়তো পৃথিবীতে একা এসেছিল, কিন্তু শেষ যাত্রায় পেয়েছে শত ভালোবাসা, হাজার চোখের অশ্রু।
ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা প্রার্থনা করি আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে সুন্দর কোলে স্থান দিন।”
নিজস্ব সংবাদ : 




















