
নারায়ণগঞ্জ: আজ সকালে ভূমিকম্পের প্রভাবে নারায়ণগঞ্জের ভুলতা-গাউছিয়া সড়কে একটি দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সময় শিশুটি মা ও প্রতিবেশীর সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, মৃত শিশুর পরিবারকে প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এলাকার বাসিন্দারা উল্লেখ করেছেন, সড়কের পাশে থাকা পুরোনো দেয়ালগুলো ঝুঁকিপূর্ণ, যা ভূমিকম্পের সময় এমন দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয় প্রশাসন ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে সড়ক ও দেয়াল সংলগ্ন এলাকা পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।
নিজস্ব সংবাদ : 



















