
জেলা প্রতিনিধি: শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/মোঃ মোশাররফ হোসেন, এএসআই(নিঃ)/মোঃ নজিবুল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম শার্শা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইং ২০/১১/২০২৫ খ্রিঃ তারিখ বেলা ১৫.৩০ ঘটিকার সময় শার্শা থানাধীন কাশিপুর এলাকা হতে (১০+৩০)=৪০(চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোছাঃ বিউটি খাতুন (৩০) ও মোছাঃ সিমা খাতুন (২৮) ‘দ্বয়কে আটক করে।
ধৃত আসামীদ্বয়কে ইং ২১/১১/২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
১। মোছাঃ বিউটি খাতুন (৩০)
স্বামী-মামুন হোসেন @ তৈমর
সাং-কাশিপুর,থানা-শার্শা, জেলা-যশোর।
২। মোছাঃ সিমা খাতুন (২৮)
স্বামী-জামাল হোসেন
সাং-কাশিপুর, থানা-শার্শা, জেলা-যশোর।
উদ্ধারঃ
১। ৪০(চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট।
নিজস্ব সংবাদ : 






















