
নাটোর শহরের গুরুত্বপূর্ণ নিজা বাজারের সড়কে আজ থেকে ওয়ান ওয়ে ট্রাফিক ব্যবস্থা কার্যকর করা হয়েছে। নাটোর জেলায় ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষে জেলা পুলিশ এই ব্যবস্থা চালু করেছে।
দীর্ঘদিন ধরে এই রাস্তায় দোকানদারদের মালামাল রাখার অভ্যাস এবং অনিয়ন্ত্রিত যানবাহনের চলাচলের কারণে নিয়মিতভাবে যানজট সৃষ্টি হচ্ছিল। এই সমস্যা দূর করতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ব্যবসায়ী ও স্থানীয়দের অনুরোধে, পুলিশের সহায়তায় পরীক্ষামূলকভাবে এই নতুন ট্রাফিক ব্যবস্থা চালু করেন।
পুলিশ সুপার উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে যানজট নিরসনে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বলেন, দোকানের মালামাল সড়কে রাখা যাবে না; দোকানের ভিতরে রাখার নির্দেশনা না মানলে প্রয়োজনীয় প্রসিকিউশান দেওয়া হবে।
নতুন ব্যবস্থায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। পুলিশ সুপার সড়কটি ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও দোকানদারদের লিফলেট বিতরণ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন যাতে তারা ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ হন। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
নিজস্ব সংবাদ : 




















