ঢাকা (১৪ অক্টোবর, ২০২৪ খ্রি.): মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরকারী অপতৎপরতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আজ সকলের অবগতির জন্য এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিংসহ নানারকম হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়ের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ।” বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, “এ সকল কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে হুঁশিয়ারি প্রদানসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নিমিত্ত সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।” সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “এ সকল অপতৎপরতাকারীদের বিরুদ্ধে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ অভিযোগ/তথ্য জানানোর জন্য এবং সকল আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।”
সংবাদ শিরোনাম ::
মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরকারীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:৫০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- ২৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ