হাড় কাঁপানো শীতে কাঁপে ওরা,
গায়ে নেই গরম কাপড়ের ওম,
ফাটা মাটির মতো খসখসে ত্বক,
আঁচলহীন জীবনের নির্জন গল্প।
পথের ধারে পলিথিনে ঘেরা ঘর,
ছেঁড়া কাঁথায় স্বপ্নের ভর।
কুয়াশার চাদরে ঢেকে যায় আশা,
ক্ষুধার জ্বালায় নিভে যায় ভাষা।
চোখে তাদের শীতের নীরব অনুরোধ,
এক মুঠো খাবার, একটু উষ্ণ বোধ।
মায়া-মমতার ছোঁয়া নেই কাছে,
জীবনের লড়াই লড়ে একা বাঁচে।
আমরা কি দেখেছি ওদের কষ্ট?
হৃদয়ে কি জাগে সহানুভূতির বৃষ্টি?
একটু ভালোবাসা, একটু শীতবস্ত্র দিলে,
ওরাও হাসবে, স্বপ্নে পথ খুঁজে নেবে।