ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মধ্যনগরে বিশাল জনসভা Logo তরুণ উদ্যোক্তাদের জন্য স্মার্ট নীতি ও সহায়ক পরিবেশ সময়ের দাবি Logo গোপালগঞ্জের সহিংসতা সম্পর্কে পুলিশ রিপোর্ট Logo প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ Logo স্বাস্থ্য উপদেষ্টার ময়মনসিংহের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন Logo শিক্ষার্থীদের মাঝে গাছ ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে জাতীয় বৃক্ষমেলায় ‘গাছ চেনা প্রতিযোগিতা ২০২৫ Logo গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের প্রতিবেদন Logo মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক ৫০ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর Logo গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা Logo গোপালগঞ্জের পরিস্থিতির উপরে সেনাবাহিনীর বক্তব্য : জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান

আজ ভালোবাসার মানুষকে কথা দেয়ার দিন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

আজ ১১ ফেব্রুয়ারি, ‘প্রমিস ডে’। প্রিয়জনকে কথা দেওয়ার দিন। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বিশ্ব মাতবে প্রেমে। এছাড়াও এই মাস জুড়ে রয়েছে প্রেমিক-প্রেমিকাদের জন্য রয়েছে আরও কিছু বিশেষ দিবস। এসব দিবসের তালিকায় রয়েছে “প্রপোজ ডে”। ভালোবাসা দিবস সপ্তাহের আজ গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ ফেব্রুয়ারির ১১ তারিখ বিশ্বজুড়ে এ দিবসটি পালিত হয়। আমি কবির নেওয়াজ রাজ সব সময় সাহিত্য প্রেমি মানুষদেরকে পছন্দ করি।প্রত্যেকের ভালোবাসার মানুষটি যদি সাহিত্যিপ্রেমী একজন হয়ে থাকে তবে এই কৌশল প্রেমিক প্রেমিকার জন্য খুব কার্যকরী হবে। তাকে নিয়ে একটি কবিতা বা ছোট গল্প তৈরি করা উচিত। আবার কেউ যদি লেখক না হয়ে থাকেন চিন্তার কোনো কারণ নেই। একটি পুরানো বইয়ের ভেতরে রাখুন, একটি চিরকুটে ভালবাসা বা বিয়ের প্রস্তাবটি লিখে ভেতরে রেখে দিন এবং তাকে বইটি থেকে একটি নির্দিষ্ট পৃষ্ঠা পড়তে বলুন। এতে সে প্রচন্ড অবাক ও খুশি হয়ে উঠবে। ভ্যালেন্টাইনস ডে’র আগে এক সপ্তাহ জুড়ে রয়েছে বিভিন্ন স্পেশ্যাল দিন। রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডের পর আজ শুরু প্রমিস ডে। দিনটি প্রেমের সম্পর্কের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসার মানুষকে নিয়ে একসঙ্গে পথচলার প্রতিজ্ঞা হবে আজ।

যদিও ভালোবেসে যত সহজে কথা দেওয়া হয় সেটি রক্ষা করার সময় দেখা যায় বিষয়টি তত সহজ নয়। সত্যিকথা বলতে- অনুভূতি প্রকাশের কোনো নির্দিষ্ট দিন বা সময় হয় না। তারপরও বিশ্বব্যাপী বিশেষ কিছুদিনকে নির্ধারিত করা হয় উদ্‌যাপন করার জন্য। যা হোক; ভালোবাসার সম্পর্ক মজবুত করতে প্রয়োজন একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা। যে ক্ষেত্রে প্রমিস বা অঙ্গীকার বেশি জরুরি। প্রমিস যে কোনও পরিস্থিতিতে সম্পর্ককে অটুট রাখতে সাহায্য করে। প্রিয়জনকে উপহার দিয়ে প্রমিস করা যেতে পারে। অথবা তিনি যা ভালোবাসেন তেমন কিছু উপহার হিসেবে দিয়ে প্রমিস করতে পারেন। সঙ্গীকে আশ্বাস দিন যে আপনি তার পাশে আছেন। কথায় আছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়। বলুন, ‘প্রমিস করছি, আমরা কোনদিন বদলাব না। আমরা একে অপরকে সম্মান করবো। একে অপরের কথা শুনব।’ – সঙ্গীকে বলুন, দুজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করব। একজনের উপর দায়িত্ব চাপিয়ে দেব না। বরং দুজন মিলে লড়াই করব। উভয়েই সমান আচরণ করব। – দুজন যদি নিজেদের স্বপ্ন পূরণ করতে চান তবে একে অপরের প্রতি পাশে থাকার আশ্বাস দিতে হবে। এতে স্বপ্নপূরণ আরও সহজ হবে। এই লড়াইটা আরও সহজ হবে প্রিয় মানুষ পাশে থাকলে। – জীবনে ওঠাপড়া লেগেই থাকবে। জটিল পরিস্থিতি আসবে, কঠিন দিন আসবে। কিন্তু হতাশ হলে চলবে না। মন খুলে সবটা বলতে হবে। এতে দুজন মানুষের প্রতি বিশ্বাস আরও মজবুত হবে। সম্পর্ক মানেই আশা এবং প্রত্যাশার মেলবন্ধন। প্রেমিরা তাই প্রেমের শপথ নিয়ে বলেন, ‘প্রিয়, আমি সব সময় তোমার পাশে ছিলাম,আছি আজীবন থাকব।

লেখকঃ কবির নেওয়াজ রাজ
এমএসএস”রাষ্ট্রবিজ্ঞান,
সিসি”জার্নালিজম,এলএলবি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মধ্যনগরে বিশাল জনসভা

আজ ভালোবাসার মানুষকে কথা দেয়ার দিন

আপডেট সময় ০৮:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

আজ ১১ ফেব্রুয়ারি, ‘প্রমিস ডে’। প্রিয়জনকে কথা দেওয়ার দিন। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বিশ্ব মাতবে প্রেমে। এছাড়াও এই মাস জুড়ে রয়েছে প্রেমিক-প্রেমিকাদের জন্য রয়েছে আরও কিছু বিশেষ দিবস। এসব দিবসের তালিকায় রয়েছে “প্রপোজ ডে”। ভালোবাসা দিবস সপ্তাহের আজ গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ ফেব্রুয়ারির ১১ তারিখ বিশ্বজুড়ে এ দিবসটি পালিত হয়। আমি কবির নেওয়াজ রাজ সব সময় সাহিত্য প্রেমি মানুষদেরকে পছন্দ করি।প্রত্যেকের ভালোবাসার মানুষটি যদি সাহিত্যিপ্রেমী একজন হয়ে থাকে তবে এই কৌশল প্রেমিক প্রেমিকার জন্য খুব কার্যকরী হবে। তাকে নিয়ে একটি কবিতা বা ছোট গল্প তৈরি করা উচিত। আবার কেউ যদি লেখক না হয়ে থাকেন চিন্তার কোনো কারণ নেই। একটি পুরানো বইয়ের ভেতরে রাখুন, একটি চিরকুটে ভালবাসা বা বিয়ের প্রস্তাবটি লিখে ভেতরে রেখে দিন এবং তাকে বইটি থেকে একটি নির্দিষ্ট পৃষ্ঠা পড়তে বলুন। এতে সে প্রচন্ড অবাক ও খুশি হয়ে উঠবে। ভ্যালেন্টাইনস ডে’র আগে এক সপ্তাহ জুড়ে রয়েছে বিভিন্ন স্পেশ্যাল দিন। রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডের পর আজ শুরু প্রমিস ডে। দিনটি প্রেমের সম্পর্কের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসার মানুষকে নিয়ে একসঙ্গে পথচলার প্রতিজ্ঞা হবে আজ।

যদিও ভালোবেসে যত সহজে কথা দেওয়া হয় সেটি রক্ষা করার সময় দেখা যায় বিষয়টি তত সহজ নয়। সত্যিকথা বলতে- অনুভূতি প্রকাশের কোনো নির্দিষ্ট দিন বা সময় হয় না। তারপরও বিশ্বব্যাপী বিশেষ কিছুদিনকে নির্ধারিত করা হয় উদ্‌যাপন করার জন্য। যা হোক; ভালোবাসার সম্পর্ক মজবুত করতে প্রয়োজন একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা। যে ক্ষেত্রে প্রমিস বা অঙ্গীকার বেশি জরুরি। প্রমিস যে কোনও পরিস্থিতিতে সম্পর্ককে অটুট রাখতে সাহায্য করে। প্রিয়জনকে উপহার দিয়ে প্রমিস করা যেতে পারে। অথবা তিনি যা ভালোবাসেন তেমন কিছু উপহার হিসেবে দিয়ে প্রমিস করতে পারেন। সঙ্গীকে আশ্বাস দিন যে আপনি তার পাশে আছেন। কথায় আছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়। বলুন, ‘প্রমিস করছি, আমরা কোনদিন বদলাব না। আমরা একে অপরকে সম্মান করবো। একে অপরের কথা শুনব।’ – সঙ্গীকে বলুন, দুজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করব। একজনের উপর দায়িত্ব চাপিয়ে দেব না। বরং দুজন মিলে লড়াই করব। উভয়েই সমান আচরণ করব। – দুজন যদি নিজেদের স্বপ্ন পূরণ করতে চান তবে একে অপরের প্রতি পাশে থাকার আশ্বাস দিতে হবে। এতে স্বপ্নপূরণ আরও সহজ হবে। এই লড়াইটা আরও সহজ হবে প্রিয় মানুষ পাশে থাকলে। – জীবনে ওঠাপড়া লেগেই থাকবে। জটিল পরিস্থিতি আসবে, কঠিন দিন আসবে। কিন্তু হতাশ হলে চলবে না। মন খুলে সবটা বলতে হবে। এতে দুজন মানুষের প্রতি বিশ্বাস আরও মজবুত হবে। সম্পর্ক মানেই আশা এবং প্রত্যাশার মেলবন্ধন। প্রেমিরা তাই প্রেমের শপথ নিয়ে বলেন, ‘প্রিয়, আমি সব সময় তোমার পাশে ছিলাম,আছি আজীবন থাকব।

লেখকঃ কবির নেওয়াজ রাজ
এমএসএস”রাষ্ট্রবিজ্ঞান,
সিসি”জার্নালিজম,এলএলবি।