
নিউজ ডেস্ক: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৪ জন মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫ খ্রি.) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। ফারুক (৩৮), ২। রানা (২০), ৩। নাছির(৩২), ৪। রাজিব সিকদার (২০), ৫। মেহেদী হাসান সবজি (২০), ৬। মুন্না উরফে বোমা মুন্না (২৪), ৭। শুকুর আলী (৩২), ৮। জানু (৩৬), ৯। রাসেল (৪১), ১০। জাবেদ (৩৫), ১১। মিঠুন (৩২), ১২। শহিদুল ইসলাম সোহেল (৩৯), ১৩। ইসমাইল (২২), ১৪। আঃ রহিম (৪২), ১৫। সাইদ (১৯), ১৬। নাজমুল (২৩), ১৭। নাদিম (২১), ১৮। মুরাদ (২৫), ১৯। আলাউদ্দিন (৩০), ২০। জনি (২৩), ২১। সোহেল রানা (২২), ২২। রেদওয়ান হাসান (২১), ২৩। সোহাগ (২২), ২৪। জাহিদ (২০), ২৫। বোরহান উদ্দিন(২৪) ও ২৬। হাসিব মিট্জ (২৩)।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত হতে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।