
আরাফাত আলিফ : র্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের প্যারিমোহন সাধারন গ্রন্থাগার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বৈশাখী টেলিভিশনের সাফল্য কামনা করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ পৌরসভার প্রশাসক টি,এম,এ মমিন।
বৈশাখী টেলিভিশনের নওগাঁ সংবাদদাতা আরমান হোসেন রুমন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহিম, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহবায়ক দেওয়ান মাহাবুব আল হাসান, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক শফিক ছোটন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাধারন সম্পাদক একে সাজু বক্তব্য রাখেন।
পরে শেষে কেক কাটা ও র্যালীর মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ফজলে রাব্বীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 

















