
রাইসুল ইসলাম নয়ন।। রমজানের প্রথমার্ধে সৌদি আরবের কর্তৃপক্ষ দুই পবিত্র মসজিদ, মক্কায় মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববীতে, প্রায় ১১ মিলিয়ন ইফতার পরিবেশন করেছে। উমরাহ পালনকারী ও অন্যান্য মুসল্লিদের জন্য এই বিশাল ইফতার ব্যবস্থাপনা মুসলমানদের প্রতি সৌদি সরকারের উদারতা ও আতিথেয়তার প্রতিচ্ছবি।
সৌদি সরকার ও বিভিন্ন দাতব্য সংস্থার সহযোগিতায় প্রতিদিন লাখো রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইফতারের মধ্যে সাধারণত খেজুর, পানি এবং হালকা খাবার থাকে, যা রোজাদারদের দীর্ঘ সময় ধরে রোজা রাখার পর দ্রুত শক্তি পুনরুদ্ধারে স উনিহায়তা করে।
রমজানের শেষার্ধেও এই ইফতার বিতরণ অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের জন্য অত্যন্ত সহায়ক হবে।