ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইউনিয়ন বিএনপি নেতার পায়ুপথ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার Logo বিশ্বম্ভরপুরে প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা: নগদ প্রায় ২০ লাখ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ Logo কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ফরিদপুর ও কুষ্টিয়া উপমহাপরিদর্শকের কার্যালয় উদ্বোধন Logo মিটফোর্ডের ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা Logo স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে চাঞ্চল্যকর খুনের ঘটনায় পাঁচজন গ্রেফতার Logo উন্নয়নের ধরা টেকসই করতে জনগণকে নিয়মিত গাছ লাগানোর আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা Logo চন্দনাইশের ‘স্বপ্ন বিলাশ’-এর স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo পুলিশ কর্তৃক সেনা সদস্য হেনস্তা সংক্রান্ত সেনাসদর এর চিঠি বিষয়ক অপব্যাখ্যা প্রসঙ্গে Logo ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার Logo ইয়াবাসহ ১ জন মাদক কারবারি কে আটক করেছে কেএমপি

গরমে যা দেখে বুঝবেন শরীরে পানির ঘাটতি রয়েছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

গরমে শরীরের পানিশূন্যতা ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে যাদের রোদে বের হতে হয়, অফিসে দীর্ঘ সময় কাটাতে হয় বা যারা খুব ব্যস্ত জীবনযাপন করেন, তাদের অজান্তেই শরীর পানিশূন্য হয়ে পড়ছে।অনেকেই ভাবেন, তৃষ্ণা লাগলেই পানি পান করতে হবে। তবে চিকিৎসকরা বলছেন, তৃষ্ণা লাগা মানেই আপনি ইতোমধ্যেই হালকা ‘ডিহাইড্রেইশন’ বা পানিশূন্যতার শিকার হয়েছেন। তাই শুধু তৃষ্ণা নয়, পানিশূন্যতার আরও কিছু শারীরিক ও মানসিক লক্ষণ জেনে রাখা দরকার।

পানি কেন এত জরুরি?

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘আনলিমিটেড হেল্থ ইন্সটিটিউট-এর প্রতিষ্ঠাতা ও চিকিৎসক তামিকা হেনরি বলেন, “পানি শরীরের ভেতরে কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গকে সজীব রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, হজমে সহায়তা করে এবং অক্সিজেন পরিবহন করে।” এছাড়া ঘাম, প্রস্রাব ও নিঃশ্বাসের মাধ্যমে প্রতিনিয়ত শরীর পানি হারায়, যেটা প্রতিপূর্ণ না করলে দেখা দেয় পানিশূন্যতা- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানান ডা. হেনরি। ডিহাইড্রেইশন বা পানিশূন্যতার নানান লক্ষণের মধ্যে রয়েছে-

মুখে দুর্গন্ধ

অস্ট্রেলিয়া-ভিত্তিক ‘ওয়ান টু ওয়ান কনসালটিং’-এর পরিচালক ও পুষ্টিবিদ ড. শ্যামলা বিষ্ণুমোহন একই প্রতিবেদনে বলেন, “পানিশূন্যতা হলে লালার পরিমাণ কমে যায়, আর এতে মুখে দুর্গন্ধ হয়।

অযথা খিদে লাগা

শরীরে পানি কমে গেলে হয়ত মনে হয় খিদে পেয়েছে, কিন্তু অনেক সময় সেটা আসলে পানির চাহিদা। বিশেষ করে লবণাক্ত খাবার খেতে ইচ্ছা হলে সেটি ‘ডিহাইড্রেইশন’য়ের লক্ষণ হতে পারে। ডা. হেনরি বলেন, “যখন নিজেকে ক্ষুধার্ত মনে করছেন অথচ সদ্য খেয়েছেন, তখন এক গ্লাস পানি পান করে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। আর বুঝতে হবে এটি সত্যিকারের খিদে নাকি তৃষ্ণা।”

মাথাব্যথা

পানিশূন্যতা থেকে মাথাব্যথা একটি সাধারণ কিন্তু উপেক্ষিত কারণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউনিয়ন বিএনপি নেতার পায়ুপথ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার

গরমে যা দেখে বুঝবেন শরীরে পানির ঘাটতি রয়েছে

আপডেট সময় ০৬:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

গরমে শরীরের পানিশূন্যতা ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে যাদের রোদে বের হতে হয়, অফিসে দীর্ঘ সময় কাটাতে হয় বা যারা খুব ব্যস্ত জীবনযাপন করেন, তাদের অজান্তেই শরীর পানিশূন্য হয়ে পড়ছে।অনেকেই ভাবেন, তৃষ্ণা লাগলেই পানি পান করতে হবে। তবে চিকিৎসকরা বলছেন, তৃষ্ণা লাগা মানেই আপনি ইতোমধ্যেই হালকা ‘ডিহাইড্রেইশন’ বা পানিশূন্যতার শিকার হয়েছেন। তাই শুধু তৃষ্ণা নয়, পানিশূন্যতার আরও কিছু শারীরিক ও মানসিক লক্ষণ জেনে রাখা দরকার।

পানি কেন এত জরুরি?

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘আনলিমিটেড হেল্থ ইন্সটিটিউট-এর প্রতিষ্ঠাতা ও চিকিৎসক তামিকা হেনরি বলেন, “পানি শরীরের ভেতরে কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গকে সজীব রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, হজমে সহায়তা করে এবং অক্সিজেন পরিবহন করে।” এছাড়া ঘাম, প্রস্রাব ও নিঃশ্বাসের মাধ্যমে প্রতিনিয়ত শরীর পানি হারায়, যেটা প্রতিপূর্ণ না করলে দেখা দেয় পানিশূন্যতা- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানান ডা. হেনরি। ডিহাইড্রেইশন বা পানিশূন্যতার নানান লক্ষণের মধ্যে রয়েছে-

মুখে দুর্গন্ধ

অস্ট্রেলিয়া-ভিত্তিক ‘ওয়ান টু ওয়ান কনসালটিং’-এর পরিচালক ও পুষ্টিবিদ ড. শ্যামলা বিষ্ণুমোহন একই প্রতিবেদনে বলেন, “পানিশূন্যতা হলে লালার পরিমাণ কমে যায়, আর এতে মুখে দুর্গন্ধ হয়।

অযথা খিদে লাগা

শরীরে পানি কমে গেলে হয়ত মনে হয় খিদে পেয়েছে, কিন্তু অনেক সময় সেটা আসলে পানির চাহিদা। বিশেষ করে লবণাক্ত খাবার খেতে ইচ্ছা হলে সেটি ‘ডিহাইড্রেইশন’য়ের লক্ষণ হতে পারে। ডা. হেনরি বলেন, “যখন নিজেকে ক্ষুধার্ত মনে করছেন অথচ সদ্য খেয়েছেন, তখন এক গ্লাস পানি পান করে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। আর বুঝতে হবে এটি সত্যিকারের খিদে নাকি তৃষ্ণা।”

মাথাব্যথা

পানিশূন্যতা থেকে মাথাব্যথা একটি সাধারণ কিন্তু উপেক্ষিত কারণ।