
আলী আহসান রবি: ঢাকা, ১০ মে ২০২৫ খ্রি. অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। নুর উদ্দিন (২৯) ২। নাঈম (২৫) ৩। জুম্মন (২১) ৪। কোরবান (২৯) ৫। ইউসুফ (৩৬) ৬। আব্দুল মতিন (৩২) ৭। সিয়াম (২৪) ৮। শহীদ (৪০) ৯। সুজন (২০) ১০। আশিক (৩৫) ১১। শরিফ (৩৪) ১২। সাগর হোসেন (৩৭) ১৩। হেলাল কবির (৩৩) ১৪। আসিফ (২৭) ১৫। রাব্বি আল-আমিন ওরফে বাবু মাল (১৯) ও ১৬। ফিরোজা বেগম জোলি।
শুক্রবার (০৯ মে ২০২৫ খ্রি.) বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।