
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের পেশাদারিত্ব ও গোয়েন্দা দক্ষতায় আবারও দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা এই দুই আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিল। অবশেষে পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত পরিকল্পিত অভিযানে তাদের ধরা পড়েছে।
শনিবার, ৫ জুলাই ২০২৫ খ্রিঃ, দুপুর ১টা ৩০ মিনিটে মধ্যনগর থানাধীন ৪ নম্বর মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকায় এই অভিযান সম্পন্ন হয়। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃ ইউছুব আলী ও এসআই আলমগীর হোসেন, সঙ্গীয় ফোর্সসহ এই সফল অভিযানটি পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামিরা:
১। মালা আক্তার, স্বামী: আয়নাল হক, গ্রাম: চান্দালিপাড়া
২। মোঃ টিটু, পিতা: মোঃ আব্দুল গণি ওরফে কাছা মিয়া, গ্রাম: টেপিরকোনা
তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত সিআর মামলা নং-২৬১/২০১৯, দায়রা মামলা নং-৩২৬১/২৩ এবং শ্রীপুর থানার ১৪(৬)/২৩ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেফতারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান বলেন— “আইনশৃঙ্খলা রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় মধ্যনগর থানা সর্বদা সজাগ। পলাতক কিংবা প্রভাবশালী—অপরাধী যেই হোক, তার জায়গা হবে আইনের কাঠগড়ায়।”