
আলী আহসান রবি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘জাতীয় কাবাডি ২০২৫’-এর পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আজ বিকেলে ঢাকার পল্টনে শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুরুষ কাবাডি দল বাংলাদেশ সেনাবাহিনী পুরুষ কাবাডি দলের মুখোমুখি হয়। ম্যাচের শুরু থেকেই বিজিবির খেলোয়াড়রা কৌশল, দৃঢ়তা ও দলগত সমন্বয়ের পরিচয় দেয়। টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শেষ পর্যন্ত বিজিবি কাবাডি দল ৩৩–২৮ পয়েন্টে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার পল্টনে শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘জাতীয় কাবাডি (পুরুষ ও নারী)-২০২৫’ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ সহ ১২টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
নিজস্ব সংবাদ : 


























