মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী প্রতিনিধি): পটুয়াখালীর বাউফল ইউএনও মোঃ বসির গাজির অনিয়ম, দুর্র্নীতি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীরা। গত মঙ্গলবার দুপুর ১ টায় বাউফল সরকারি কলেজ থেকে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাউফল উপজেলার সংগঠক মোঃ মুনতাসির তাসরিফ লামিম বলেন, গত কয়েকদিন আগে বাউফল কলেজ মাঠে ১৩ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলনে করে তাকে সতর্ক করা হয়েছিল। তারপরে আর কোন প্রতিকার পাইনি। তাই উপজেলা নির্বাহি অফিসার মোঃ বশির গাজির অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে তার অপসারণ দাবি করছি। যতদিন পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততদিন পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহি অফিসার মোঃ বশির গাজির সরকারি মোবাইল ফোন করলে তিনি রিসিভ করেননি।
সংবাদ শিরোনাম ::
বাউফলে ইউএনও’র বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের বিক্ষোভ
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৭:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- ১৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ