
মো. খলিলুর রহমান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে মো. নূর হোসেন (৫৫) নামে এক শ্রমিকেরে মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নিজ বটকাজল গ্রামে এ ঘটনা ঘটে।নূর হোসেন ওই গ্রামের আবদুর রহমান কাজীর ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।
জানা গেছে,নিজ বাড়ির পুকুরে বিদ্যুৎ চালিত পাম্প লাগিয়ে সেচ দিতে ছিলেন। ঘটনার দিন গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে ওই পাম্পের কাছে গেলে অসাবধানতা বশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়ে পড়েন নূর হোসেন। পরে তার স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন,‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।