
নিজস্ব প্রতিবেদক : আজ ১৭ আগস্ট, ২০২৫ খ্রি. মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা মহোদয়। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), খুলনা জেলা।
পুলিশ সুপার মহোদয় প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, খুলনা মহোদয়। অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিবিধ বিষয়ে পুলিশ সুপার মহোদয় শোনেন এবং তদসংশ্লিষ্ট ইনচার্জগণকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেন। এ সময় খুলনা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পুরস্কৃত করেন পুলিশ সুপার,খুলনা মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ), জনাব শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), জনাব আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার-ট্রাফিক (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ও অপস্), জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), , জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (সি-সার্কেল), জনাব মোঃ আরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), খুলনা জেলাসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জগণ সহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স।