
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার কবি ও ছড়াকার অজয় রায় শব্দকথা সাহিত্য পুরস্কার–২০২৫ অর্জন করেছেন। শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
গত ১০ জানুয়ারি শনিবার দুপুর ২টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত শব্দকথা প্রকাশনের সাহিত্য উৎসবের আড়ম্বরপূর্ণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বিশিষ্ট সাহিত্যিক আবু তাহের মুহাম্মদ জাবের কবি অজয় রায়ের হাতে এ পুরস্কার তুলে দেন।
জানা গেছে, কবি অজয় রায় তার শিশুসাহিত্য গ্রন্থ ‘ফুল ফাগুনের মেলা’-এর জন্য এ বছর শব্দকথা সাহিত্য পুরস্কার লাভ করেন। পুরস্কার হিসেবে তাকে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে কবিতা, প্রবন্ধ ও গবেষণা, ছোটগল্প, সায়েন্স ফিকশন, উপন্যাস, শিশু-কিশোর সাহিত্য, অনুবাদ সাহিত্য এবং আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনীসহ মোট আটটি বিভাগে লেখকদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে লেখক, প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদের সভাপতিত্বে আখতারুজ্জামান তরপদার ও নাহিদা আক্তার সুমির সঞ্চালনায় হবিগঞ্জের বিশিষ্ট গুণীজন, শিক্ষাবিদ ও সাহিত্যিকরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 

























