
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া, কালাগড়, গোলগাও, বহেরাতলী ও মাঝেরছড়া গ্রামে ‘কিচেন গার্ডেন’ ও ‘সমন্বিত বাগান’ কর্মসূচির উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ ও বিভিন্ন ফলজ-সবজির চারা বিতরণ করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ আব্দুস সাত্তার, ফেডারেশন কমিটির সভাপতি মোঃ বুলবুল মিয়া, অত্র এলাকার ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় চার্চের পুরোহিত এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়—ঝরনা, কোদাল, ১০ প্রকারের শাক-সবজির বীজ, আরএফএল বড় বোল, জালসহ বর, মরিচ, বেগুন ও পেঁপের চারা। এছাড়াও আম, লেবু ও দারুচিনি গাছ বিতরণ করা হয়।
কর্মসূচিটি বাস্তবায়ন করেছে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ELSRP প্রকল্প, মধ্যনগর, সুনামগঞ্জ। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনায় মাঠ সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন—দর্পন দফো, রত্না মানখিন এবং নিরুপমা। উল্লেখ্য, এই প্রকল্পটি পূর্বে ধর্মপাশা উপজেলায় কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছিল।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা বাড়ির আঙিনায় শাকসবজি ও ফল উৎপাদন করতে পারবেন। এতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদন বিক্রি করে বাড়তি আয় করার সুযোগ তৈরি হবে। মোট ১৩৫ জন উপকারভোগী এ কার্যক্রমের সুবিধা গ্রহণ করেছেন।
নিজস্ব সংবাদ : 
























