মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি।
২৬ সেপ্টেম্বর, ২০২৫, সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আংশিক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ৩নং চামরদানী ইউনিয়ন শাখার কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সুনা মিয়া, আর সাধারণ সম্পাদক হয়েছেন জাকার আলম লিমন। ৪নং মধ্যনগর সদর ইউনিয়ন শাখায় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইকবাল হোসেন, এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুন মিয়া।
আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন দলের উপজেলা আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব বিদ্যা মিয়া। মনিরুজ্জামান মনির বলেন, “জিয়া সৈনিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দেশপ্রেমিকদের সংগঠন। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে সংগঠিত করে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখা। নতুন নেতৃত্বের সঙ্গে আমাদের দল আরও গতিশীল হয়ে জনগণের পাশে দাঁড়াতে পারবে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সংগঠনকে এগিয়ে নিয়ে যাব।”
নিজস্ব সংবাদ : 
























