ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দারুস সালামে ছয়টি ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় Logo জয়শ্রী ইউনিয়নের বাখরপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মাছ ধরার অভিযোগ। Logo সাতক্ষীরায় প্রথম নারী জেলা প্রশাসক  আফরোজা আখতারের যোগদান Logo টানা ১৬ দিনের ক্ষোভে উত্তাল সাতক্ষীরা–৩: ডা. শহিদুল আলমকে মনোনয়ন দাবিতে বিএনপির মহাসমাবেশ Logo ডাচ মন্ত্রী প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন Logo জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার Logo রাজধানীতে পৃথক অভিযানে ৫ জন নেতাকর্মী গ্রেফতার Logo জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে বরাদ্দকৃত ভূমি হস্তান্তর Logo টেকনাফে বিজিবি অভিযান: মানব পাচারকারীর বাড়ি থেকে শিশুসহ ৮ ভুক্তভোগী উদ্ধার
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রভাব ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণের চেষ্টা বলছেন অভিযোগকারী

ফেসবুকে কটূক্তি ও মানহানির অভিযোগে কালিগঞ্জ থানায় ব্যবসায়ীর অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : কালিগঞ্জ, ৯ অক্টোবর ২০২৫

কালিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে তিনজনকে নামসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শেখ জাহাঙ্গীর আলম (৫৪) নামে এক ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, শেখ জাহাঙ্গীর আলম কালিগঞ্জের মৌতলা গ্রামের মৃত শেখ আনোয়ার হোসেনের পুত্র এবং “মেসার্স রায়হান এন্টারপ্রাইজ” নামক ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। দীর্ঘদিন ধরে তিনি সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।

জাহাঙ্গীর আলম অভিযোগে উল্লেখ করেন, রাজনৈতিক মতবিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাকে হুমকি-ধামকি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর রাত আনুমানিক ১:৩০ মিনিটের দিকে তিনি দেখতে পান, অভিযুক্তরা—শেখ মিনহাজ (২০), শেখ নাঈম হোসেন (৩২) ও শেখ হযরত আলী (৪৪)—নিজ নিজ ফেসবুক আইডি থেকে তার নাম, ছবি ও তথ্য বিকৃত করে মানহানিকর পোস্ট প্রচার করছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি শেখ আলমগীর হোসেনকে জড়িয়ে একটি নারীঘটিত মিথ্যা ভিডিও ফেসবুকে প্রচার করা হয়। জাহাঙ্গীর আলম দাবি করেন, ভিডিওতে প্রকাশিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। প্রকৃত ঘটনায় আলমগীর হোসেনকে রাস্তা দিয়ে যাওয়ার পথে শারীরিকভাবে নির্যাতন করা হয়, পরে উল্টোভাবে তাকে জড়িয়ে ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়।

শেখ জাহাঙ্গীর আলম বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে আমার জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে এবং সামাজিক অবস্থান নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অপপ্রচার শুধু ব্যক্তিকে নয়, সমাজকেও বিভক্ত করে ফেলছে।”

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ মৃধা জানান, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

দারুস সালামে ছয়টি ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয়

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রভাব ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণের চেষ্টা বলছেন অভিযোগকারী

ফেসবুকে কটূক্তি ও মানহানির অভিযোগে কালিগঞ্জ থানায় ব্যবসায়ীর অভিযোগ

আপডেট সময় ০১:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার : কালিগঞ্জ, ৯ অক্টোবর ২০২৫

কালিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে তিনজনকে নামসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শেখ জাহাঙ্গীর আলম (৫৪) নামে এক ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, শেখ জাহাঙ্গীর আলম কালিগঞ্জের মৌতলা গ্রামের মৃত শেখ আনোয়ার হোসেনের পুত্র এবং “মেসার্স রায়হান এন্টারপ্রাইজ” নামক ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। দীর্ঘদিন ধরে তিনি সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।

জাহাঙ্গীর আলম অভিযোগে উল্লেখ করেন, রাজনৈতিক মতবিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাকে হুমকি-ধামকি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর রাত আনুমানিক ১:৩০ মিনিটের দিকে তিনি দেখতে পান, অভিযুক্তরা—শেখ মিনহাজ (২০), শেখ নাঈম হোসেন (৩২) ও শেখ হযরত আলী (৪৪)—নিজ নিজ ফেসবুক আইডি থেকে তার নাম, ছবি ও তথ্য বিকৃত করে মানহানিকর পোস্ট প্রচার করছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি শেখ আলমগীর হোসেনকে জড়িয়ে একটি নারীঘটিত মিথ্যা ভিডিও ফেসবুকে প্রচার করা হয়। জাহাঙ্গীর আলম দাবি করেন, ভিডিওতে প্রকাশিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। প্রকৃত ঘটনায় আলমগীর হোসেনকে রাস্তা দিয়ে যাওয়ার পথে শারীরিকভাবে নির্যাতন করা হয়, পরে উল্টোভাবে তাকে জড়িয়ে ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়।

শেখ জাহাঙ্গীর আলম বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে আমার জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে এবং সামাজিক অবস্থান নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অপপ্রচার শুধু ব্যক্তিকে নয়, সমাজকেও বিভক্ত করে ফেলছে।”

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ মৃধা জানান, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”