ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভূমিকম্পে আহতদের সহায়তা,নিরাপত্তা এবং দ্রুত চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে পুলিশ সুপার নরসিংদী Logo শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ পিচ ইয়াবা সহ গ্ৰেফতার – ০২ জন Logo জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নাটোরের অভিযানে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক পক্ষ শুরু ২৫ নভেম্বর Logo প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ Logo আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে – ধর্ম উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের শোকবার্তা: ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক Logo র‌্যাব-২ গ্রেপ্তার করল ‘রক্তচোষা জনি’ মোঃ জনিকে দেশীয় সামুরাইসহ Logo ড. এম সাখাওয়াত হোসেন আইএলও মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের শ্রমখাত উন্নয়নের সহায়তা কামনা Logo বিসিএস শিক্ষা ক্যাডারের ১৮৭০ জনকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি
চিকনাগুল ইউনিয়নের নবগঠিত কমিটি উদ্দ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত, স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকেরা গণতন্ত্র রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জৈন্তাপুরে মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও পথসভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণ করে আল মাসিম মার্কেট সম্মুখে অনুষ্ঠিত পথসভায় মিলিত হয়।

মিছিলের নেতৃত্ব দেন ইউনিয়ন শাখার সভাপতি মো. আজমত আলী এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, যারা পুরো আয়োজনটি তদারকি করেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, যিনি বক্তৃতায় বলেন, “মুক্তিযোদ্ধা দলের কর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সর্বদা ঐক্যবদ্ধ থাকবে।”

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (শেনাজ), সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তেরা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নোমান আহমেদ সহ আরও অনেকে।

বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সবসময় গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তারা ভবিষ্যতেও বিএনপির নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে কাজ করবে।

মিছিল ও পথসভায় উপস্থিতরা দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন জানান। বক্তারা জোর দেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় মুক্তিযোদ্ধারা সর্বদা দৃঢ় অবস্থানে থাকবে।”

চিকনাগুল ইউনিয়নের নবগঠিত কমিটির এই প্রাণবন্ত আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়—এটি মুক্তিযোদ্ধাদের অঙ্গীকার নবায়নের দৃঢ় প্রতিশ্রুতি হিসেবে গণ্য করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে আহতদের সহায়তা,নিরাপত্তা এবং দ্রুত চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে পুলিশ সুপার নরসিংদী

চিকনাগুল ইউনিয়নের নবগঠিত কমিটি উদ্দ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত, স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকেরা গণতন্ত্র রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জৈন্তাপুরে মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও পথসভা

আপডেট সময় ০৬:৪৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিনিধি : জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণ করে আল মাসিম মার্কেট সম্মুখে অনুষ্ঠিত পথসভায় মিলিত হয়।

মিছিলের নেতৃত্ব দেন ইউনিয়ন শাখার সভাপতি মো. আজমত আলী এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, যারা পুরো আয়োজনটি তদারকি করেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, যিনি বক্তৃতায় বলেন, “মুক্তিযোদ্ধা দলের কর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সর্বদা ঐক্যবদ্ধ থাকবে।”

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (শেনাজ), সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তেরা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নোমান আহমেদ সহ আরও অনেকে।

বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সবসময় গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তারা ভবিষ্যতেও বিএনপির নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে কাজ করবে।

মিছিল ও পথসভায় উপস্থিতরা দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন জানান। বক্তারা জোর দেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় মুক্তিযোদ্ধারা সর্বদা দৃঢ় অবস্থানে থাকবে।”

চিকনাগুল ইউনিয়নের নবগঠিত কমিটির এই প্রাণবন্ত আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়—এটি মুক্তিযোদ্ধাদের অঙ্গীকার নবায়নের দৃঢ় প্রতিশ্রুতি হিসেবে গণ্য করা হচ্ছে।