ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাহরাইনে ভিসা সুবিধা পুনঃ চালুর জন্য অনুরোধ Logo সরকারের রাজস্ব বেড়েছে, BAT Bangladesh থেকে ৯ মাসে আয় ১৪% বৃদ্ধি Logo সংবিধান সংশোধন ও গণভোট: এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত চায় সরকার Logo গার্মেন্টস রপ্তানিতে অনিশ্চয়তা, অর্ডার সরে যাচ্ছে অন্য দেশে Logo বিদ্যুৎ চুক্তিতে বড় ধরনের অনিয়ম: স্বাধীন কমিটির রিপোর্ট Logo মালয়েশিয়ায় বিএনপি’র প্রবাসী সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য নিবন্ধন কর্মসূচী উদ্বোধন Logo ইন্টারনেট সেবার দাম বাড়তে পারে নতুন নীতিমালার কারণে Logo কেন্দুয়ার সাউদপাড়ায় পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন Logo বাউফলে বিএনপি নেতা মুনির হোসেনের গণসংযোগ Logo সিলেটে নিষ্ক্রিয় করা হলো সুনামগঞ্জ সীমান্ত থেকে উদ্ধারকৃত ডেটোনেটর ও বিস্ফোরক
ডিবি-ওয়ারী বিভাগের অভিযানে যাত্রাবাড়ী থেকে এক মাদক কারবারি আটক, উদ্ধারকৃত ফেনসিডিল ও ভ্যান জব্দ।

ঢাকায় ৪৮৩ বোতল ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ মাদক কারবারি গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ আশিকুর রহমান আশিক (৩০)।

রবিবার (২ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ০২:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি কাভার্ড ভ্যানযোগে ফেনসিডিল নিয়ে কুমিল্লা জেলা হতে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করে। পরবর্তীতে দুপুর আনুমানিক ০২:১০ ঘটিকায় আগত কাভার্ড ভ্যানটি উক্ত স্থানে পৌঁছালে গাড়ি থামানোর সিগন্যাল দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আশিককে গ্রেফতার ও কাভার্ড ভ্যানের পিছনের পাল্লা খুলে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। তার অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাহরাইনে ভিসা সুবিধা পুনঃ চালুর জন্য অনুরোধ

ডিবি-ওয়ারী বিভাগের অভিযানে যাত্রাবাড়ী থেকে এক মাদক কারবারি আটক, উদ্ধারকৃত ফেনসিডিল ও ভ্যান জব্দ।

ঢাকায় ৪৮৩ বোতল ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০৮:০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

আলী আহসান রবি : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ আশিকুর রহমান আশিক (৩০)।

রবিবার (২ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ০২:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি কাভার্ড ভ্যানযোগে ফেনসিডিল নিয়ে কুমিল্লা জেলা হতে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করে। পরবর্তীতে দুপুর আনুমানিক ০২:১০ ঘটিকায় আগত কাভার্ড ভ্যানটি উক্ত স্থানে পৌঁছালে গাড়ি থামানোর সিগন্যাল দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আশিককে গ্রেফতার ও কাভার্ড ভ্যানের পিছনের পাল্লা খুলে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। তার অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।