
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ ১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক কে বিজয়ী করার লক্ষে মঙ্গলবার বিকেলে ধানের শীষের প্রচারণায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ৭ নবেম্বর) বিকাল ৩ টার সময় মধ্যনগর সদর বাজারে ধানের শীষের প্রচারণা মিছিল ও বিশাল র্যালি বের হয়ে সাড়া বাজার প্রদক্ষিণ শেষে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে খাদ্য গুদাম চত্বরে, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবেহায়াত এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু’র সঞ্চালনায় মধ্যনগর বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সুনামগঞ্জ ১ আসনের ধানের শীষের নমিনী জেলা বিএনপির সুনামগঞ্জ-১ (২২৪) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত আনিসুল হক।
তাছাড়া তিনি তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) বর্তমানে সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাশার,যুগ্ম আহবায়ক মোশাহিদ তালুকদার, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, আরো উপস্থিত ছিলেন ১ নং উত্তর বংশী কুন্ডা ইউনিয়ন সাবেক সভাপতি জামাল হোসেন মেম্বার, শাহেদ আলী মেম্বার সিনিয়র সহ-সভাপতি ১নং উত্তর বংশীকুন্ডা, আরো উপস্থিত ছিলেন মো: দেলোয়ার হোসেন ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক, মোঃ জমির হোসেন ভারপ্রাপ্ত সভাপতি, মো; মাইনুদ্দিন সাবেক শ্রমিক দল সভাপতি, মোঃ হাসান শিকদার ছাত্রদল সাধারণ সম্পাদক ১ নং উত্তর বংশী কুন্ডা ইউনিয়ন শাখা
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধানের শীষের মিছিল নিয়ে যোগ দেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক বলেন, আমাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে,বিএনপির ধানের শীষের মনোনয়ন দেওয়ায়, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে এবং দলের মনোনয়ন বোর্ডের সকল সদস্য,ও সুনামগঞ্জ ১ আসনের জনগণকে কৃতজ্ঞতা জানাই।
এছাড়া পলাতক ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে চলে গেছে। তাই দেশের জনমানুষের উন্নয়নের প্রতিফলন ঘটাতে হলে, আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের সকলের নেতা একজন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সেই সাথে দেশের সাধারন মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। নতুন বাংলাদেশ বির্নিমাণে ধানের শীষের বিকল্প নেই। পরিশেষে নেতাকর্মীরা আনিসুল হক কে, ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নিজস্ব সংবাদ : 
























