
ঢাকা: রাজধানীর আফতাব নগর ব্লক–ই এলাকায় ভূমিকম্পের সামান্য কম্পনে একটি নির্মাণাধীন ভবনের অংশ ধসে পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি রিকশার ওপর। বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় রিকশাটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি হয়নি।
স্থানীয়দের ভাষ্য, হঠাৎ ভূকম্পন অনুভূত হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভবনের উপরের অংশের একটি সিমেন্টের ব্লক নিচে ভেঙে পড়ে। ঘটনার শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ঘর–বাড়ি ও দোকানপাট থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসে।
এলাকাবাসী অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনটিতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছিল না। ভবনের উপরের অংশ খোলা অবস্থায় রাখায় এই ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকি সবসময়ই ছিল। ঘটনার পর ভবনের মালিকপক্ষকে ভবন নিরাপত্তা বিধি মানার জন্য সতর্ক করেছে স্থানীয়রা।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে নিরাপত্তা বিবেচনায় ভবনটির কাজের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর দাবি, নিয়মিত তদারকি ও নির্মাণকাজে নিরাপত্তা বিধি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব।
নিজস্ব সংবাদ : 




















